মরণের পাখা

যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যদস্ত হতে থাকে,
কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে
সেইটে বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময়।

হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রণহীন
নাজুক পরিস্থিতির মুখোমুখি,
নইলে এতোদিনে তোমাকে একটি চিঠিও
লিখতে না পারার কষ্ট কি আমারই কম!

মনে হয় মরণের পাখা গজিয়েছে।