দলীয় কবিদের প্রশংসায় কয়েক পংক্তি

তাদের প্রশংসা করি, করবো চিরকাল;
কবিদের বহু বদনাম ঘুচিয়েছে তারা; কবিরা নির্বোধ,
অবাস্তব, জানে না কোন দিকে নোয়ালে মাথা
জুটবে স্বর্ণ, লক্ষ্মী খুলবে কাপড়, এই সব অখ্যাতি
ঘুচিয়েছে তারা। তাদের প্রশংসা করি। তাদের মুখের
দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন বাল্মীকি, চণ্ডীদাস,
রবীন্দ্রনাথ, মধুসূদন, জীবনানন্দ। তারা অবশ্য
বাল্মীকিরই উত্তরাধিকারী, কেননা ওই প্রচণ্ড দস্যু
পরে নিজের সুবিধা বুঝে একটি সম্পূর্ণ কাব্য
লিখে গেছে একটি রাজার স্তুতিগান ক’রে,
বিনিময়ে নিশ্চয়ই পেয়েছে তমসার তীরে দুশো বিঘে জমি, একপাল
গাভী, একটি ভবন, আর একখানি গতিশীল রথ।
দলীয় কবিরা আজ রাজাদের পদতলে রাখছে
পদ্য, থেকে থেকে ধ্বনিত করছে স্তব; এবং কবিতা
পাচ্ছে মূল্য রাজাদের পায়ের ছোয়ায়; তাদের প্রশংসা করি,
এই সব দলীয় কবিরা মুখ ভ’রে কলঙ্কের বিনিময়ে কবিতাকে
না বাঁচালে কে এই দুঃসময়ে বাচাতো কবিতাকে।