শূন্যতা

শূন্যতাই সঙ্গ দেবে যতো দিন বেঁচে
আছো, শূন্যতাই পূর্ণ ক’রে রাখবে তোমাকে;
অরণ্যে সবুজ হয়ে বেড়ে উঠবে শূন্যতা, শূন্যতার
অরণ্যে তুমি ঘুরবে একাকী; ফাল্গুনে হেমন্তে
শূন্যতার ডালে ডালে ফুটবে শূন্যতা হলদে বেগুনি
লাল হয়ে, যতো দিন বেঁচে আছো; গন্ধ হয়ে
ছড়িয়ে পড়বে দিকে দিকে শূন্যতা, কে’পে উঠবে
শূন্যতার সুগন্ধে, হঠাৎ দাঁড়িয়ে পড়বে
অন্যমনস্ক। যখন দাঁড়াবে গাছের ছায়ায়, ছায়া নয়
শূন্যতাই ঢেকে রাখবে তোমাকে; প্রত্যেক নিশ্বাস
ফুসফুস ভ’রে দেবে শূন্যতায়, বেঁচে থাকবে
তুমি শূন্যতার শ্বাসপ্রশ্বাসে। পানের সময়
তোমার গেলাশ ভ’রে রাখবে শূন্যতা, শূন্যতাই
মেটাবে তোমার তৃষ্ণা, মাতাল ক’রে রাখবে
তোমাকে। ঘুমোবে শূন্যতার ওপর মাথা রেখে বুকে
জড়িয়ে রাখবে শূন্যতা, ঘুমের ভেতরে দেখবে
স্বপ্ন নয় সীমাহীন এলোমেলো শূন্যতা। শূন্যতাই পড়বে
তুমি গ্রন্থে গ্রন্থে, আর যা কিছু লিখবে
তার প্রতিটি অক্ষরে লেখা হবে শূন্যতা, শূন্যতাই
পূর্ণ ক’রে রাখবে তোমাকে, যতো দিন বেঁচে আছো।