ঠিক সময়ে আগুন নেভানো হয়েছিলো

দক্ষ বিদ্যুৎ-মিস্ত্রি ঠিক সময়ে মূল সুইচ বন্ধ ক’রে দিয়েছিলো ব’লে
টাওয়ারের চল্লিশ তলায় হঠাৎ বিকল-পাগল-অধোগামী
সদ্য আমদানি-করা চকচকে লিফট্‌টি রক্ষা পেয়েছে,
তিনজন লাফিয়ে পড়েছে নিচে, পাঁচজনের হলদে মগজ
পাত্র-ভাঙা ঘিয়ের মতোন ছিটকে পড়েছে কার্পেটে।
ঝকঝকে কার্পেটটি নোংরা হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয় নাই।

লঞ্চ উদ্ধারকারী একটি জাহাজ অবিলম্বে চাঁদপুরে পৌঁচেছিলো ব’লে
বিদেশি মুদ্রায় কেনা আলহামরা আক্রোশী অক্টোপাসের
পায়ের থেকেও হিংস্র ঘোলাটে জলের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে।
তিন দিন পর একশো লাশ ভেসে উঠেছে স্বেচ্ছায়, পঞ্চাশটা আটকে ছিলো
ইঞ্জিনের সাথে পরস্পরের বাহুতে ও পায়ে আলিঙ্গনে গেঁথে,
চুড়ি-পরা একটা মুঠোতে শক্তভাবে ধরা ছিলো
পদ্মের ডাঁটের মতো ছোট্ট একটা বাহু,
দশটা জোয়ান ও একটা জাপানি যন্ত্র সেই মুঠো খুলতে পারে নি;
যোগাযোগ মন্ত্রীর দুস্তম্ভব্যাপক হাসি জানিয়েছে কোনো ক্ষতি হয় নাই।

টিভি টাওয়ার থেকে ন্যাংটো লাফিয়ে পড়েছে দুই জোড়া লম্বাচুল:
একটি গায়ক ও তিনজন কবি;
পুলিশের কৌশলে প্রধানমন্ত্রীর তৃতীয় স্ত্রীর
উদ্বোধন-করা জাপানি ট্রান্সমিটারটির কোনো ক্ষতি হয় নাই।

অণ্ডকোষে কড়া লাথি খেয়ে চৌরাস্তায় চিৎ হ’য়ে পড়ে আছে
সত্য; কোনো ক্ষতি হয় নাই।

নিয়নখচিত পার্কে বকুল গাছের তলে
তিনটা তরুণ গুণ্ডা ধর্ষণ ক’রেছে চাঁদজ্বলা তারাপরা এক কিশোরীকে,
তার মধ্যমার হীরের আংটি থেকে বাঁ-উরুর লাল তিলটির সবই রক্ষা পেয়েছে;
কোনো ক্ষতি হয় নাই।

আমার প্রথম ছাত্রী আহার ক’রেছে লাল মৃত্যু, কোনো ক্ষতি হয় নাই।

ঢং ঢং ঘণ্টা পিটিয়ে লাল গাড়িগুলো
চারদিক থেকে ওদের ইস্কুলে পৌঁচেছিলো ব’লে
হেডমিসট্রেসের পেটিকোট থেকে সোনারঙ নেমপ্লেট সব কিছু রক্ষা পেয়েছে-
বাইশটা বাচ্চা মুরগির ঠ্যাংয়ের মতোন ভাজাই হয়েছে-
কিন্তু ঠিক সময়ে, বারোটা পঞ্চান্ন মিনিটে, আগুন নেভানো হয়েছিলো ব’লে
ইস্কুল পৌরসভা রাষ্ট্র,ও সভ্যতার কোনো ক্ষতি হয় নাই।