দেশবন্ধু চিত্তরঞ্জন

তুমি কি সত্যই শেষে বন্ধুবেশে দিলে ধরা এতদিন পরে,
দেশ-নারায়ণ-সেবা সত্য কি সার্থক হ’ল বিধাতার বরে!
নিমেষে টুটিয়া গেল বিলাসের রঙ্গমঞ্চ স্বর্ণসহাসন,
দারিদ্র্যের রিক্ত বক্ষে নিতান্ত দানেরই মত দিলে আলিঙ্গন,-
শুধু আলিঙ্গন নহে, পরশিলে সঞ্জীবনী ভরসায় ভরা,
মুহুর্ত্তে জাগিল যাহে সমগ্র মুমূর্ষ বঙ্গ ছাড়ি’ শষ্যধরা,
দেশে-দেশে পড়ে সাড়া, দিকে-দিকে উচ্ছ্বসিত প্রাণের স্পন্দন,
গ্রামে গ্রামে ভাঙ্গে নিদ্রা, নগরের গৃহে-গৃহে নব জাগরণ;
এ শক্তি কোথায় ছিল লুকাই এতদিন, তাই ভাবি মনে-
যা আজি তোমার মাঝে দেখ দিল, দেশবন্ধু, এ মাহেন্দ্রক্ষণে!

পশ্চিমের একচক্ষু শক্তিলুব্ধ শিক্ষাতন্ত্র ভারতের নহে,
দীপ্তি চেয়ে দাহ তার দরিদ্রের দেহমনে দশগুণ দহে;
তুমি বুঝিয়াছ স্থির সুগভীর সেই সত্য বুঝাইলে তাই,
বিশ্বজিৎ দানষজ্ঞে, আত্মার উৎকর্ষ ভিন্ন অন্য গতি নাই;
ভারতের সেই ধৰ্ম্ম- এক-লক্ষ্য সেই শিক্ষা সব চেয়ে বড়,
চিত্তেরে কলঙ্কী যাহা করেনিক কোনদিন বিত্ত করি’ জড়;
আত্মবশে অনুষ্ঠিত, প্রতিষ্ঠিত ভিত্তি যার আত্মার সম্মানে-
সে শিক্ষা চাহে না কভু শক্তি-সুরামত্ত রক্ত ভ্রূকুটীর পানে।
নিজে লভিয়াছ দৃষ্টি, সর্ব্বজনে দেখায়েছ সেই লক্ষ্যপথ,
তাই করিয়াছ দূর একদণ্ডে মিথ্যা বলি’ স্বার্থের জগৎ।

যা বলে বলুক অন্ধ অতিবুদ্ধি বিজ্ঞদল বিদ্যা-অভিমানী,
তোমায় শ্রবণরন্ধ্রে স্পর্শিবে না তুচ্ছ সেই অপবাদ-বাণী;
যে শ্রবণ ভুলিয়াছে ভুবন-ভুলান মধু মুরলীর ডাকে-
সে কি কভু বাহিরের নিন্দাগ্লানি কলঙ্কের কোন ভয় রাখে।
তাহার যাত্রার পথ কোনকালে কোনদিন হয়নিক রোধ,
অনন্তের ডাক এলে উপেক্ষা করিবে তারে কে হেন নির্বোধ।
কুলের কুটিলাদল জটলা করুক তারা জটিলা-সভাতে,
কল্যাণ-কালিন্দী-কূলে ওদিকে কামনা মিলে চিরকাম্য সাথে।
যা বলে বলুক লোকে, সে দিক চেয়োনা চোখে- চল নিজপথে-
তোমার ত্যাগের গঙ্গা আপনি ভাসায়ে দিবে নিন্দা-ঐরাবতে।

তবু তব কাছে আজি হে দরিদ্রদেশবন্ধু, এই নিবেদন-
সব্যসাচী সম তুমি এক হস্তে ছিন্ন কর মোহের বন্ধন;
অন্য করে গড়ি’ তোল নবশিক্ষা-পুণ্যপীঠ দীপ্ত গরীয়ান-
যেথায় নিখিল যাত্রী একত্র লভিবে আসি’ সত্যের সন্ধান-
যে সত্য সরল তুষ্ট তেজস্বী ব্রাহ্মণসম পবিত্র উদার,
যে সত্য প্রেমের বন্ধু- ত্রিভুবনে বেঁধে লয় বক্ষে আপনার;
যে সত্য ক্ষত্রিয়সম অত্যাচার-শত্রুদলে করে সদা নাশ,
যে সত্য ধৰ্ম্মেরে নিজ শিরে ধরে চিরদিন, বিশ্বসেবাদাস।
মোরা তব সঙ্গে রব চিরসাথী চিরদিন চিত্তে দিব বল-
মোরা রব দিবারাত্রি সহতীর্থ মুগ্ধ যাত্রী দরিদ্রের দল।