জাগরণী

জাগরণী- জাগরণী!
রুদ্ধ কারার খুলি’ গেল দ্বার
শৃঙ্খল ঝনঝনি’-
জাগরণী- জাগরণী।

বিধাতার দান প্রাচীর পাষাণ
রুধিবে সে কতদিন;
নির্ঝরধারা বন্ধনহারা
রয় কভু পরাধীন?

ওগো কে বাজায় ওই শোনা যায়-
মুক্তির আগমনী;
দেবী দশভুজা লভিলে কি পূজা
এতদিনে মা জননী?
জাগরণী- জাগরণী!