খেলা

সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা;
রচি গৃহ, হাসিমুখে ফিরে সন্ধ্যাবেলা
জননীর অঙ্ক’পরে। প্রাতে ফিরে আসি
হেরে- তার গৃহখানি কোথা গেছে ভাসি!
আবার গড়িতে বসে- সেই তার খেলা,
ভাঙা আর গড়া নিয়ে কাটে তার বেলা!
এ যে খেলা- হায়, এর আছে কিছু মানে?
যেজন খেলায় খেলা- সেই বুঝি জানে!