সেদিন যবে

সেদিন যবে মোদের ছাড়াছাড়ি-
বচন-হারা সজল আঁখি নত;
আধেক ভাঙা বুকের ব্যথা নিয়ে
কতদিনের- কতদিনের মতো!

কপোল তব পাংশু হয়ে এল,
চুম্বনেতে নাই সে নিবিড়তা;-
সত্য বলি, সেই বিদায়ে যেন
বুঝেছিলাম আজিকার এই ব্যথা।

শীতের ঊষার শিশিরকণা লেগে
ললাট আমার এল যে হিম হয়ে;-
তাতেই যেন আজিকার এই দশা
ইঙ্গিতেতে দিল আমায় কয়ে!

সে সব শপথ কোথায় গেছে ভেঙে-
নামে তোমার শুনি অনেক কথা;
হেথায় হতে সে সব কথা শুনে
তোমার লাগি আমার জাগে ব্যথা।

সাক্ষাতে মোর নাম করে তোর লোকে-
কানে আসে মৃত্যুশ্বাসের মতো;
সর্ব দেহ শিউরে উঠে মোর-
কেনরে তুই প্রিয় ছিলি এত?

জানে না তারা- আমি যে তোরে জানি,
যেমন জানা কেউ জানে না আর;
যাহার লাগি ভুগিতে হবে কত-
ভাষায় হায় নাহিকো ভাষা তার!

বড় গোপনে মোদের সে মিলন,
নীরবে আজি কাঁদিতে হবে তাই;
হৃদয় তোর- ছলনা সেও জানে,
ভুলিতে পারে- সে কথা ভাবি নাই!

তবুও যদি দীর্ঘ দিন শেষে
আবার দেখা হয় সে চোখে চোখে;-
কেমনে বল্‌ বরিব তোরে আমি?
-সজল চোখে, নীরব নত মুখে।

[বায়রন]