আজকে হোরি ও নাগরী

আজকে হোরি ও নাগরী
ওগো গিন্নী ও ললিতে।
শিগগির রাঙা জল ভরে দাও,
ফরসি হুঁকোর পিচকিরিতে।।

গাজর বিট আর লাল বেগুনে,
রাঁধবে শালগম সৈন্ধব নুনে,
রাঙা দেখে লঙ্কা দিও
লাল নটে আর ফুল-কারিতে।।

গাইব গান আজ পূর্ণিমাতে
মালোয়ারি জ্বর আসলে রাতে,
তুমি দোহার ধরবে সাথে
গিঁটে বাতের গিঁটকিরিতে।।

আমি লাল-গামছা পরে যাব
লাল-বাজারে পায়চারিতে,
তুমি যাবে চিড়িয়াখানায়
মুখেতে গন্ডার মারিতে,
না হয় তুমি যাও বাপের বাড়ি
আমি যাই শ্বশুর-বাড়িতে।।

[হোরি- দাদ্‌রা]