আমার মালায় লাগুক তোমার

আমার মালায় লাগুক তোমার
মধুর হাতের ছোঁওয়া
ঘিরুক তোমায় মোর আরতি
পূজা-ধূপের ধোঁওয়া॥

পূজায় ব’সে দেব-দেউলে
তোমায় দেখি মনের ভুলে
প্রিয় তুমি নিলে আমার পূজা (প্রিয়)
হবে তারই লওয়া
হবে দেবতারই লওয়া॥

তুমি যেদিন প্রসন্ন হও ঠাকুর চাহেন হেসে’
কাঁদলে তুমি, বুকে আমার দেবতা কাদেঁন এসে।

আমি অন্ধকারে ঠাকুর পুজে’
ঘরের মাঝে পেলাম খুজেঁ
সে যে তুমি, আমার চির অবহেলা-সওয়া॥