বাঁশীতে সুর শুনিয়ে নূপুর রুনঝনিয়ে

বাঁশীতে সুর শুনিয়ে নূপুর রুনঝনিয়ে
এলে আজি বাদলপ্রাতে।
কদম কেশর ঝুরে পুলকে তোমার পায়ে
তমাল বিছায়ে ছায়া শ্যামল আদুল গায়ে
অলকা পথ বাহি আসিলে মেঘের না’য়ে
নাচের তালে বাজিয়া ওঠে চুড়ি কাঁকন হাতে॥

ধানি রঙের শাড়ি ফিরোজা রঙ উত্তরীয়
প’রেছি এ শ্রাবণ দোলাতে দুলিতে প্রিয়।

কেশের কমল-কলি, বনমালী, তুলিয়া আদরে
চাঁচর চিকুরে আপনি পরিও
তোমার রূপের কাজল পরাইয়ো
আমার আঁখিপাতে॥