বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল

বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল
উদাসী অশান্ত বায়ে টলে টলমল টলমল॥

তব রাঙা করতলে, প্রিয়
এই শতদলে রাখিয়ো,
বাজাইও মধুকর বীণা অনুরাগ-চঞ্চল॥

ঝড় এলো, এলো এলায়ে মেঘের কুন্তল
তুমি কোথায়, হায়, নিরাশায়
ঝরে কমল-দল॥

কেমনে কাটে তব বেলা
কোথা কোন্ লোকে একেলা;
দুই কূলে দুই জন কাঁদি, মাঝে নদী ছলছল॥