বকুল-বনের পাখি ডাকিয়া আর ভেঙ্গো না ঘুম

বকুল- বনের পাখি
ডাকিয়া আর ভেঙোনা ঘুম।
বকুল- বাগানে মম
ফুরায়েছে ফুলের মরসুম।।

চাঁদের নয়নে চাহি
জাগে না আর সে নেশা,
বিরস বিরহ-মেশা।
আজি মোর জাগার সাথী
একাকিনী নিশীথ নিঝুম।।
পিয়া মোর দূর বিদেশে, –
কারে আর ডাকিছ পাখি
শুকায়ে গিয়াছে হাতে
মালতী-মালার রাখি।
নিভিয়া গিয়াছে প্রদীপ
রেখে গেছে স্মৃতির ধূম।।

[খাম্বাজ মিশ্র-ঠুম্রী]