এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল

এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল।
এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে টলমল।।

কমল মৃণাল-দেহ ভরেছে কন্টক-ঘায়,
শরণ লয়েছি গো তাই শীতল দীঘির জল।।

ডুবেছি আজ কালো জলে কত যে জ্বালা সয়ে
শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শতদল।।

আমার বুকের কাঁদন তুমি বলো ফুল-বাস,
ফিরে যাও, ফেলো না গো শ্বাস
দখিনা বায়ু চপল।।

ফোটে যে কোন্ ক্ষত-মুখে
কবি রে তোর গীত সুর,
সে ক্ষত দেখিল না কেউ,
দেখিল তোরে কেবল।।

[মান্দ্- কাহার্বা]