এল এল রে বৈশাখী ঝড় এল এল রে

এল এল রে বৈশাখী ঝড়।
ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর।
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর, চরাচর, থরথর।।

ঘন বন-কুন্তলা বসুমতী
সভয়ে করে প্রপতি,
(সভয়ে) নত চরণে ভীতা বসুমতী।
সাগর-তরঙ্গ-মাঝে
তারি মঞ্জীর যেন বাজে,
বাজে রে পায়ে গিরি-নির্ঝর-
ঝরঝর ঝরঝর।।

ধূলি-গৈরিক নিশান দোলে
ঈশান-গগন-চুম্বী,
ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে,
এল ছন্দ বন্ধন-হারা
এল মরু-সঞ্চয়,
বিজয়ী বীরবর।।

[ইমন-মিশ্র-কাহার্বা]