হাসে আকাশে শুকতারা হাসে

হাসে আকাশে শুকতারা হাসে
অরুণ-রঞ্জনী-ঊষার পাশে।।

ওকি ঊষসীর সাথী
বাসর ঘরে জাগে রাতি,
ওকি সখীর মনের কথা জানে আভাসে।।

হাসির ছটায় ওর আঁখি কেন নাচে,
রবির রথের ধ্বনি ওকি শুনিয়াছে।
ও কেন দিবা আসিবার আগে
শ্রান্ত বধূর ঘুম ভাঙে।
ওকি ধরার সূযমুখী ফুটেছে নভে-
প্রিয়তমে প্রথম দেখার আশে।।

(৫৪)