হে প্রিয়! তোমার আমার মাঝে

হে প্রিয়! তোমার আমার মাঝে
এ বিরহের পারাবার
কেমনে হইব পার॥

নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি’ কাঁদি দুই জন
আসিল না দিন মোদের জীবনে
অন্তহীন আঁধার।
কেমনে হইব পার॥

সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে সে কোন্ জনমে
তাই মিটিল না সাধ।

স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে, হায়।
সে কোন্ প্রভাতে কোন্ নবলোকে
মিলিব মোরা আবার
কেমনে হইব পার॥