ইসলামের ঐ সওদা লয়ে এল নবিন

ইসলামের ঐ সওদা লয়ে
এল নবিন সওদাগর।
বদনসীব আয়, আয় গুনাহগার,
নূতন করে সওদা কর।।

জীবন ভরে করলি লোকসান,
আজ হিসাব তার খতিয়ে নে,
বিনি-মূলে দেয় বিলিয়ে সে যে বেহেশতী নজর।।
কোরানের ঐ জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে,
লুটেনে রে লুটেনে সব
ভরে তোল তোর শূন্য ঘর।।

কলেমার ঐ কানাকড়ির বদলে দেয় এই বণিক
শাফায়তের সাত রাজার ধন,
কে নিবি আয় ত্বরা কর।।

কিয়ামতের বাজারে ভাই
মুনাফা যে চাও বহুৎ,
এই ব্যাপারীর হও খরিদ্দার,
লও রে ইহার সিল-মোহর।।

আরশ হতে পথ ভুলে এ
এলো মদিনা শহর,
নামে মোবারক মোহাম্মদ,
পুঁজি ‘আল্লাহু আকবার’।।

[ভৈরবী- কার্ফা]


(জুলফিকার প্রথম খণ্ড হতে সংগৃহীত)