যদি শালের বন হ’ত শালার বোন

যদি শালের বন হতো শালার বোন,
আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!

আমি থাকতাম প’ড়ে শুধু খেতাম না! গো!
আমি ঐ বনে যে চারিয়ে যেতাম!

ঐ বৃন্দাবনে হারিয়ে যেতাম!-
আর মাকুন্দ হত যদি কুন্দবালা,
হ’ত দাড়িম্ব-সুন্দরী দাড়িওয়ালা!
আমি ঝুলে যে পড়িতাম!

দাড়ি ধ’রে তার ঝু’লে যে পড়িতাম!
দুগ্গা ব’লে আমি ঝু’লে যে পড়িতাম!
হত চিম্টি শালীর যদি বাব্লা কাঁটা,
আর শর-বন হতো তার খ্যাংরা ঝাঁটা!

বিষ ঝেড়ে যে দিত তোর
খ্যাংরা মেরে বিষ ঝেড়ে যে দিতো তোর!
যদি একই শালী দিলে গো মা কালী,
সে যে শালী নয় শালী নয় সে যে বিশালী, মা!
বিশাল বপু তার বিশালী কালিমা!
(শালী নয়, শালী নয়!)

[কীর্তন]