খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি

খুশি লয়ে খুশরোজের
আয় খেয়ালি খুশ-নসিব।
জ্বাল দেয়ালি শবেরাতের,
জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।।

আন্ নয়া দ্বীনি ফরমান
দরাজ দিলের দৃপ্ত গান,
প্রাণ পেয়ে আজ গোরস্থান
তোর ডাকে জাগুক নকিব।।

আন্ মহিমা হজরতের
শক্তি আন্ শেরে খোদার,
কুরবানি আন্ কারবালার
আন্ রহম মা ফাতেমার।
আন্ উমরের শৌর্য বল,
সিদ্দিকের আন্ সাচ্চা মন,
হাসান হোসেনের সে ত্যাগ,
শহীদানের মৃত্যু-পণ।
খোদার হবিব শেষ নবি,
তুই হবি নবির হবিব।।

খোৎবা পড়বি মসজিদে
তুই খতীব নূতন ভাষায়,
শুষ্ক মালঞ্চের বুকে
ফুল ফুটাবি ভোর হাওয়ায়,
এসমে-আজম এনে মৃত
মুসলিমে তুই কর সজীব।।

[কাফি-কার্ফা]


(জুলফিকার প্রথম খণ্ড হতে সংগৃহীত)