নাচের নেশার ঘোর লেগেছে

নাচের নেশার ঘোর লেগেছে
নয়ন পড়ে ঢু’লে লো
নয়ন পড়ে ঢু’লে।
বুনোফুল পড়লো ঝ’রে নাচের ঘোরে
দোলন-খোঁপা খুলে লো,
দোলন-খোঁপা খুলে॥

শুনে এই মাদল-বাজা
নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে—
শালুকের কাঁকাল ধ’রে
তাল-পুকুরের জলে হে’লে দু’লে লো,
জলে হে’লে দু’লে॥

আঁউরে গেল ঝুম্কো জবা
লেগে গরম গালের ছোঁওয়া
বাঁশী শুনে ঘুলায় মনে
কয়লা-খাদের ধোঁওয়া লো,
কয়লা-খাদের ধোঁওয়া।

সই নাচ ফুরালে ফিরে’ ঘরে,
রাত কাটাব কেমন ক’রে
পড়বে মনে বাঁশুরিয়ার চোখ দু’টি টুলটুলে লো
চোখ দু’টি টুলটুলে লো॥