ওগো চৈতী রাতের চাঁদ যেয়ো না

ওগো চৈতী রাতের চাঁদ, যেয়ো না
সাধ না মিটিতে যেতে চেয়ো না॥

হের তরুলতায় কত আশার মুকুল,
ওগো মাধবী-চাঁদ আজো ফোটেনি ফুল,
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না —
ঝরা মুকুলে বনবীথি ছেয়ো না
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না, ওগো যেয়ো না॥

আজো ফুলের নেশায় পাগল দখিন হাওয়া
আজো বোলেনি পাপিয়া ‘পিয়া পিয়া’ গাওয়া
তুমি এখনি বিদায়-গীতি গেয়ো না
তুমি যেয়ো না, প্রিয় যেয়ো না॥