ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে

দ্বৈত: ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে
স্ত্রী: মধু মঞ্জির বোলে মণি কুন্তল দোলে
পুরুষ: চন্দন লেখা শোভে চারুভালে॥

স্ত্রী: রস যমুনায় জাগে ঢেউ উতরোল
পুরুষ: ব্রজগোপিকার প্রাণে লাগে তারি হিল্লোল
দ্বৈত: রাস পূর্ণিমা রাতে শিখী নাচে সাথে সাথে
ফুল দোলে কুঞ্জেরই বকুল ডালে॥

স্ত্রী: নাচে নন্দ দুলাল বাজে মোহন বেণূ
পুরুষ: অঙ্গের লাবনিতে আলো করে অবনিতে
দ্বৈত: হাসিতে ঝরায় ফুল পরাগ রেণু।
স্ত্রী: রাঙা পায়ে রুমুঝুমু বাজে মধুর
পুরুষ: জীবন মরণ তার যুগল নূপুর
দ্বৈত: মুগ্ধ তারকা শশী রাতের দেউলে বসি
আরতি প্রদীপ শিখা নিত্য জ্বালে॥