অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা

অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা!
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা
চির-চেনা।।

যৌবন-মদ গর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি,
তব চরণের পরশ বিনা
অশোক তরু মুঞ্জরেনা, চির-চেনা।।

নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা,
প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা।
নৃত্য-শেষের তব নুপুরগুলি হায়
রয়েছে ছড়ানো আকাশের তারকায়,
সুর-লোক-উর্বশী হে বসন্ত-সেনা! চির-চেনা।।

[সাহানা-বাহার-কাওয়ালি]