পালিয়ে তুমি বেড়াবে কি এমনিভাবে

পালিয়ে তুমি বেড়াবে কি এম্নি ভাবে
এম্নি ক’রে জনম কি মোর কেঁদেই যাবে॥

ওগো চপল বনের পাখী
ধরা তুমি দেবে না কি,
অন্তরালে থাকি’ শুধু গান শোনাবে
এম্নি ভাবে॥

কেন এলে নিঠুর তুমি পথিক হাওয়া
তোমার স্বভাব ফুল ফুটিয়েই ঝরিয়ে যাওয়া।

হে বিরহী, লীলা-চত্বর,
অশ্রু কি মোর এতই মধুর।
কবে এসে আমার অভিমান ভাঙাবে॥