রাখ রাখ রাঙা পায় হে শ্যামরায়

রাখ রাখ রাঙা পায়
হে শ্যামরায়!
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়।।
সংসার মরু ঘোর, নাহি তরু ছায়া,
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া,
আনন্দ-নীপবনে নন্দ-দুলাল এস
বাহও উজান হরি অশ্রুর যমুনায়।।

একা জীবন মোর গহন ঘন ঘোর
এসো এ বনে বনমালী গোপ-কিশোর,
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায়।
প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়।।

দারা সুত প্রিয়জন, হরি হে নাহি চাই,
পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই।
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ,
গোকুলে লহ ডাকি, অকূলে ভাসি, হায়।।

[তিলক-কামোদ- আন্ধা কাওয়ালি]


(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)