সাধ জাগে মনে পর-জীবনে

সাধ জাগে মনে পর-জীবনে
তব কপোলে যেন তিল হই।

ভালবাসিয়া মোরে দিল্ দিবে তুমি
(যেন) আমি তোমার মত বে-দিল্ হই।।

মোর দেওয়া যে হার নিলে না অকরুণা,
যেন হয়ে সে হার তব বক্ষে রই।।

যাহারে ভালবেসে তুমি চাহ না মোরে
মরিয়া আসি যেন তাহারি রূপ ধরে,
তুমি হার মানিবে আমি হব জয়ী।।

হৃদি নিঙাড়ি মম আলতা হব পায়ে,
অধরে হব হাসি, রূপ-লাবনি গায়ে,
আমার যাহা কিছু তোমাতে হবে হারা,
তুমি জানিবে না আমা বই।।

[তিলং-কার্ফা]