সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায়

সখি সাপের মণি বুকে করে
কেঁদে নিশি যায়
কাল-নাগিনী ননদিনী
দেখতে পাছে পায় লো সখি
দেখতে পাছে পায়॥

সই প্রানের গোপন কথা মম
পিঞ্জরেরি পাখীর সম
পাখা ঝাপটিয়া কাঁদে
বাহির হতে চায়॥

পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে
কানে কথা কয়—
আমার কথাই কইলো বুঝি
মনে জাগে ভয় (সখি)।

আমি চাইতে নারি চোখে চোখে
পাছে মনের কথা জানে লোকে
আমার একি হলো দায় সখি
লুকানো না যায় সখি
কাঙাল যেমন পেয়ে রতন
থুইতে ঠাঁই না পায়॥