তুই কে ছিলি তাই বল

তুই কে ছিলি তাই বল?
কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥

তুই কি ছিলি কবিতা আর আমি চরণ তা’রি
তুই কি ছিলি পিয়াসি শুক আমি আতুর সারী
তুই কি দুঃখী দুয়োরানী আমি চোখের জল॥

কোন্ বরষার সিক্ত প্রাতে
কোন্ শরতের জোছনা রাতে
কোন্ জগতের অরুণ ঊষার প্রথম দেখা বল॥

নতুন মোদের নতুন ক’রে পরিচয়ের পালা
কন্ঠে মোদের মিলন-বাণী হাতে মিলন-মালা
মোরা এক বিরহীর দু’টি চোখের ঝরা দু’টি মুক্তাফল॥