ভবনে আসিল অতিথি সুদূর

ভবনে আসিল অতিথি সুদূর।
সহসা উঠিল বাজি’ রুমু রুমু ঝুম্
নীরব অঙ্গনে চঞ্চল নূপুর॥

মুহু-মুহু বন-কুহু বোলে
দোয়েল তমাল-ডালে দোলে;
মেঘের ধ্যান ভুলি’ চমকি’ আঁখি খোলে
‘কে-গো-কে ব’লে বন-ময়ূর॥

দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে
সজল মেঘের শীতল চন্দন
কে দিল বুলায়ে?

বকুল কেয়া বীথি হ’তে
ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে;
চাঁদিনী নিশীথের আবেশ আনে
মিলন তন্দ্রাতুর অলস-দুপুর॥