ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি।
ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি।।

এমনি রঙিন বেলায়
খেলেছি তোমায় আমায়
খুঁজিতে এসেছি তাই
সেই হারানো দিনগুলি।।

তুমি যে গেছ ভুলে ছিল না আমার মনে,
তাই আসিয়াছি তব বেড়া-দেওয়া ফুলবনে।
গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি,
আজও সেথা গাহে গান আমার পোষা বুলবুলি।।

চাহ মোর মুখে প্রিয়, এসো গো আরো কাছে,
হয়তো সেদিনের স্মৃতি তব নয়নে আছে,
হয়তো সেদিনের মতোই প্রাণ উঠিবে আকুলি।।

[গৌড়সারং- দাদ্‌রা]