আদি কারণ তুমিই

দিতে হলে কোনোদিন একমাত্র তোমাকেই
অভিশাপ দেবো
আমার বুকের মধ্যে জমা হয়ে আছে যতো
শিশুদের হত্যাকাণ্ডের অভিযোগ,
নারী ধর্ষনের অপরাধকারীদের নাম, যতো মর্মতাহ, শোক
তার জন্য দিতে হলে একমাত্র তোমাকেই
অভিশাপ দেবো,
তোমাকেই দেবো কালো কপিস ছোবল।
আর কারো দিকে ঘুরে দাঁড়াবো না
অগ্নিচক্ষু ব্রাহ্মণের মতো
এই আবহমান বৃক্ষের প্রতি চেয়ে কোনোদিন বলবো না
তুমি ফল দিও না তাঁদের,
তাহাদের করো না করুণা;
যাহারা ঘাতক বেশে কেড়েছে কল্যাণ, কেড়েছে
শিল্পের শান্তি, দিয়েছে এ সংসারে পাতক
যারা হত্যাকারী, শিশু রক্তপাতে যারা ক্রূর কাপালিক
প্রতিদিন মানুষের রক্তে যারা দিচ্ছে হেমলক, জলে দূষিত বীজাণু
আমি তাহাদের দিকে ঘুরে দাঁড়াবো না অভিশাপ দানের ভঙ্গিতে
এই আবহমান নদীর দিকে চেয়ে বলবো না
তুমি জল দিও না তাদের,
তাহাদের করো না করুণা;
আমি কোনোদিন বলবো না তাহাদের শস্যভূমি
রৌদ্রদগ্ধ হও, তাহাদের করো না করুণা।

দিতে হলে কোনোদিন একমাত্র তোমাকেই
অভিশাপ দেবো
দেবো কালো কপিস ছোবল।
তুমি সেই মূল অপরাধী
সব অনিষ্টের মূলে তুমি, পৃথিবীর যতো রক্তপাত।