আকাশ রচিত দুঃখের কবিতা

দুঃখের বিশুদ্ধ কাব্য লিখেছেন স্বহস্তে আকাশ
তারই ভাষ্য এইখানে মনে হয় লেখেন কবিরা,
সেই অশ্রুজল, সেই আলুথালু বেদনার রাশি
ভাবান্তরহীনভাবে চেয়ে দেখে অরণ্যপ্রকৃতি।
পুরাতন চাঁদ বুঝি টানা গদ্যে লিখে রাখে নাম
আকাশ লেখেন কাব্য, শতকোটি প্রণাম তাহাকে,
তবে কি চোখের জলে পৃথিবীর বিশুদ্ধ কবিতা
সে-কথা জেনেই কবি বহে এই হৃদয়বেদনা।
জেনেছি দুঃখের নদী মানুষের বুকের ভিতর
সে কি চায় আলোছায়া, চায় গন্ধ, সদ্যফোটা ফুল,
যেতে যেতে জেগে উঠে একখানি ছন্দোবদ্ধ গ্রাম
বাজায় বিষণ্ণ বাঁশি সেইখানে সে কোন পথিক।
তার নাম মনে পড়ে, মাত্রাবৃত্তে দুঃখের কবিতা
সেই গান দিতে পারি, আকাশ যে গান রচয়িতা।