আলস্যপ্রহর

আলস্যে ছিলাম এতোদিন, আলস্যই ভালো
সব ভুলে, বহুকিছু ভুলে
হয়তো ফুলের বুকে এরই মাঝে কৃমিকীট খেয়ে গেছে সুন্দরের আয়ু
হয়তো ঘাসেরও ঘ্রাণ মুছে গেছে, হয়তো জলেরও স্নিগ্ধ ঝরে গেছে
বিজ্ঞানের বেড়েছে বিনাশ আরো দিনে দিনে
মানুষের আরো মৃত্যু খনিতে খরায়,
হয়তোবা চলে গেছে উৎসব, উৎসাহ আর উজ্জ্বল সময় আমাদের
ক্ষতি নেই, তাও ক্ষতি নেই, সব ভুলে, এইসব ভুলে
আলস্যে ছিলাম এতোদিন, আলস্যই ভালো!
আলস্যে ছিলাম এতোদিন, কোথায় পড়েছে ভেঙে বাজ
রাজমুকুটেরই বা কী হাল আজকাল আমি কি জানি না!
আমি কি জানি না কারা গোলাপের সঙ্গে এতো গোলযোগ করে
এমন হিংসায় হাসে, হাহাকারে হাসে
একদিন কীভাবে বা ভেঙে পড়ে মহীরুহ মুহূর্তের ঝড়ে!
হয়তোবা এরই মাঝে প্রিয়তম পাতা খসে গেছে, হয়তোবা
এরই মাঝে প্রিয়তম মুখ ঝরে গেছে,
ক্ষতি নেই, তাও ক্ষতি নেই
সব ভুলে, এইসব ভুলে
আলস্যে ছিলাম এতোদিন, আলস্যই ভালো!
হয়তোবা ঘাসেও ঘাতক আজ ঘাঁটি গেড়ে শিশু খুন করে,
নারী খুন করে। হিংসায় হত্যায় আজ নিয়োজিত মানুষের মেধা
এরই মাঝে বারবার শান্তিতে ধরেছে ঘুণ ভীত ভ্রূণ জন্মের আগেই
এতো হত্যা, রক্তপাত আমি থামাতে পারি না।
সব ভুলে, এইসব ভুলে
আলস্যে ছিলাম এতোদিন, আলস্যই ভালো!