আমার কীসের ভয়

আমার পিছে মিথ্যেরা সব যতোই করুক ধাওয়া
আমার আছে অভয়মন্ত্র হৃদয় থেকে পাওয়া,
আমার আছে পদ্মানদীর বিশাল জলধারা
আমি কেন কাতর হবো, ভগ্ন দিশেহারা?

আমার দিকে মিথ্যেরা সব যতোই তুলুক ফণা
আমার আছে প্রাণের মাঝে স্বদেশ বন্দনা,
আমার আছে মুক্ত আকাশ, সিক্ত জলাশয়
আমি কেন মুখ লুকাবো আমার কীসের ভয়?

আমায় নিয়ে মিথ্যেরা সব যতোই তুলুক ঝড়
আমার আছে হাজার নদীর উৎস নিরন্তর,
আমার আছে মুক্তিযুদ্ধ, ফেব্রুয়ারি মাস
আমার আছে ৭ই মার্চের অমর ইতিহাস।

আমার দিকে মিথ্যেরা সব যতোই আসুক ধেয়ে
আমার আছে বাংলাভাষা হৃদয়খানি ছেয়ে,
আমার আছে সোনার বাংলা, আমার টুঙ্গিপাড়া
আমি কেন কাতর হবো, ভগ্ন দিশেহারা?