আমার প্রতিটি পঙক্তি

আমার প্রতিটি পঙক্তি তোমার জন্য আজ ফেলে অশ্রুজল
তোমার জন্য কাঁদে এই প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দের
চোখে আজ তোমারই জন্য নামে শ্রাবণের ধারা
তোমারই জন্য এই যতিচিহ্নগুলি কেমন বিষন্ন চেয়ে থাকে;

তোমারই জন্য এই কবিতার বুক জুড়ে জাগে দীর্ঘশ্বাস
তোমারই জন্য এই কবিতার বুকে আজ অনন্ত বিষাদ,
প্রতিটি শব্দের চোখে জল, প্রতিটি অক্ষর ব্যথিত কাতর
তোমারই জন্য এই চিত্রকল্পগুলি এ-রকম বর্ষণের মেঘ;

আমার প্রতিটি পদ্য আজ তোমারই জন্য শুধু দুঃখে ভাসে
তোমারই জন্য এই অন্ত্যমিল হয়ে ওঠে যেন অশ্রুনদী,
এই ছন্দের ব্যঞ্জনায় বয় চিরবিষাদের এই ঝর্নাধারা
তোমারই জন্য এই কবিতার চোখে জল, বুকে অনন্ত বেদনা;

আমার প্রতিটি পঙক্তি তোমার জন্য আজ ফেলে দীর্ঘশ্বাস,
আজ তোমার জন্য কাঁদে, তোমার জন্য শুধু একা একা কাঁদে।

২১.৩.৯৮