বৈষ্ণব নই

আমি বৈষ্ণব নই, তবু কেন প্রেমে অঙ্গ কাঁদে
দুই চোখ জলে ভাসে, পথে গড়াগড়ি যাই;
কেন হেন রূপে মজি, আখিজলে সদা ডুবে থাকি?
জানি না বৈষ্ণব প্রেম, রাধার বিরহ
শিখি নাই দয়া, ভক্তি, জানি না সে কেমন ব্রজের ভাব,
কেমন বাৎসল্য,
সখ্য, দাস্য, ব্ৰজনীলা জানি না। কিছুই,
তবু কেন হিয়া কাঁদে, পরান খুঁজিয়া ফেরে ব্রজধূলি
ইচ্ছে করে অঙ্গে মাখি তুলসী চন্দন, কণ্ঠে পরি
তুলসীর মালা,
আমি বৈষ্ণব নই, দীক্ষাহীন
পাতকী পতিত।