বরফবৃক্ষের নীচে বিষণ্ণ বাবুই

বরফবৃক্ষের নীচে বিষণ্ণ বাবুই
আসবি কি তুই ও চাঁপা জুই,
পড়ছে বৃষ্টি ভিজে গেছে ভূঁই।

তোর সাথে আর কোনো কথা নাই
ওরে চম্পা, ওরে সাতভাই,
উড়ে উড়ে যাবো একা সাংহাই।

ধরে রাখি কিছু বৃষ্টির জল
দুচোখে অশ্রু করে টলমল
মোছাবো তোমারই চরণতল।

বরফবৃক্ষ খুব একা একা কাঁদে
কার নভোযান পৌঁছালো চাঁদে,
সকালসন্ধ্যা কে গলা সাধে?