চৈত্রনিশি

চৈত্রনিশি কেটে যায়, বিরহবিষাদ জাগে মনে
কে বসে রয়েছে একা, কোন পাখি কাঁদে দূর বনে?
সে-দুঃখ বুঝেছে কেউ চৈত্রে তাই উড়ে যায় পাতা
কখন চোখের জলে ভিজে যায় কবিতার খাতা;
সেকথা আকাশ জানে তাই তো মাতাল বুঝি চাঁদ
তাই তো লেগেছে ঘোর, তাই মােহ তাই অবসাদ,
তবুও তো মনে হয় এইখানে পৃথিবীর সুখ
এইখানে দেখেছিলো দুইজন দুজনের মুখ।

চৈত্রের হলুদ খাম, সেই কথা মনে পড়ে যায়
কে গাহে বিষন্ন গান, কে চলেছে একা যমুনায়,
চৈত্রে এতো সুখ হয়, এতো কিছু আয়োজন হয়
অশ্রুজলে কিনে রাখি এইটুকু সুখের সময়;
আমিও বেসেছি ভালো চৈত্রনিশি করেছি যাপন
স্বর্গের ফেরেশতা জানে, পৃথিবীর জানে ভাইবোন।