চুক্তিপত্র

সে আমাকে বললো, আমি এক ঋতু,
আমি ষড়ঋতুর গান শুনবো কেন?
আমি বলি, আমার অনেক,
আমার কখনো বর্ষা, কখনো বসন্ত;

তবে আমিও পারিনে, মাঝে মাঝে
গোলাপকেও তালাকনামা পাঠিয়ে দিই,
মাছিই হও, মৌমাছিই হও
সারাক্ষণ গুন গুন করো না।

তুমি কি ভাবছো, তাতেই কম ফুল ফুটবে,
বর্ষা দুয়ার এঁটে বসে থাকবে ঘরে,
কোকিল ডেকে ডেকে গলা ভাঙবে না?

যদি তাই হয়, তাহলে সবাইকে তালাক,
শুধু তোমাকে কবুল।