এইখানে

এইখানে আছে আর কেউ
এই জল, এই ভরা ঢেউ,
আর কোনো মায়া ভরা চোখ
আকাশের অপূর্ব আলোক;
আছে কোনো হিম ও শিশির
নির্জন নিভৃত নদীতীর,
এইখানে আছে আর কারা
দেয় বসে ঘরের পাহারা!
হয়তোবা নদীর ওপারে
দুজনের দেখা হতে পারে,
সেই কথা মেঘ বুঝি জানে
দুই হাতে তাকে কাছে টানে;
এইখানে বসে আছে কেউ
এই নদী আর তার ঢেউ।