এক ভিন্ন কড়া নাড়া

কড়া নেড়ে যায় এসে অবাধ্য হওয়ায় ভাবি
কেউ নিশ্চয় এসেছে,
উঠে যাই মুখ দেখে আসি সে আমার কতোখানি চেনা
দুয়ারে নেমেই সহজ গলায় যদি আমাকেই বলে,
আমি বাড়ি আছি কিনা!
আমি বহুদিন অপেক্ষাতে আছি কোনো একদিন তুমি এসে কড়া নেড়ে
পরিচিত হাতে শুধাবে যাহাকে দেখো তাহাকেই
আমি বাড়ি আছি কিনা!
কেউ যদি মিথ্যা করে বলে আমি বাড়ি নাই, আমিও তো
মাঝে মাঝে ও-রকম বলি বাড়ি নাই, তুমি ফিরে যাবে
তাই অদৃশ্য হাওয়ার এ উদ্ধত কড়া নাড়া আমি কান পেতে
শুনি, শুনি, উঠে যাই।
ফিরে আসি তবু অপেক্ষাতে আছি কোনো একদিন আমার দুয়ারে
ভিন্ন করাঘাত আরো মর্মে বেজে যাবে
সে অস্থির মর্মস্পর্শী গভীর আঘাতে
আমি আমার দিকেই ছুটে যাবো। যেতে যেতে বলে যাবো
আমি বাড়ি আছি আর কোথাও থাকি না
বাড়ি আছি, আমি বাড়ি আছি।