একবার

একবার তুমি আমাকে কাছে ডাকো
আমি সব দুঃখ ভুলে যাই,
একটু অমৃত দাও আমি বেঁচে উঠি।
শুধু একবার আমাকে ফেরাও চিরনির্বাসন থেকে
নিয়ে চলাে কোথাও বনের ধারে, ছায়ামঞ্চে-
একবার প্রিয় বলে সম্বােধন করাে, ডাক দাও,
আমি এককোটি আলােবকর্ষ পার হয়ে
তােমার কাছে ছুটে আসি।
এপ্রিলের রুক্ষ খরায় একবার বৃক্ষছায়া হও
দেখাে আমি কেমন অনবদ্য গীতিকবিতা হয়ে উঠি,
শুধু একবার তুমি হাত রাখাে বুকে-
আমি এই পৃথিবীকে করে তুলি স্বর্গোদ্যান।
আমার তপ্ত বুকে একবার বৃষ্টি হয়ে ঝরাে
আমি চিরসবুজ করে তুলি পৃথিবীর
সব মরুভূমি;
মাত্র তুমি একবার আমাকে বলো, ভালােবাসি,
দূরের আকাশ আমি এখানে
তােমার কাছে টেনে নিয়ে আসি।

২৮.৪.১৯৯৫