হাতে অমৃতকুম্ভ, পান করি বিষ

হাতে অমৃতকুম্ভ, পান করি বিষ, নিয়তির নিঃস্ব ক্রীতদাস
এ আমার মত্ত অভিলাষ
হয়তো জন্মের আগে আমি অন্য জন্ম ছিলাম,
অন্য ঘাস, ঘূখিফুল, প্রলোভন, পাপ
নিজেই কুড়িয়ে নেই এই আত্মধ্বংসী নষ্ট বীজ, আত্মরক্ষরণ
অমৃতের আনন্দ ফেলে অন্ধ গরলপিয়াসী।

আমি আকাশে সাতটি উদ্বাস্ত তারা, সন্ধ্যার সিক্ত,
দীর্ঘশ্বাস,
বিষেভরা কিশোরীর উদ্ধত আঙুল আর
শিল্পের এই সর্বনাশ তাকিয়ে দেখলাম
এই ধ্বংস, আত্মপরাজয়, এই ক্রূর ক্ষয়,
কে শেখালো পাপের প্রথম পাঠ,
বুঝলাম এইভাবে গোলাপেরও ভ্রান্তি সর্বনাশ,

বিষের বলয় ভেঙে আমি তবু ছুঁতে পারি না অমৃত
কম্পিত অস্থির হাত প্রকৃত সুন্দর ভুলে তুলে আনে ভ্রান্ত
বিষফল,
কিন্তু আমি অমৃতের শিশু, অমৃতের উদ্যানে জন্মেছি
আমি হারবো না, হতমান হবো না কখনো, আমার
বিনাশ নাই,
এতে বিষ পান করেও আমি সব বিষ করেছি অমৃত।