কাদাখোঁচা

কিছুতে রোচে না তার স্নিগ্ধ জল, স্বচ্ছ সরোবর
তার চাই ময়লা-কাদা পঙ্কের সলিল,
সেখানে পরম সুখ কাদাখোঁচা এই পাখিটির
এই কাদাজলে নিত্য তার নিয়মিত স্নান;
দিঘি, নদী, সরোবর ফেলে কাদাখোঁচা শুধু ছুটে যায়
ভীষণ দুর্গন্ধময় কাদাজল নর্দমার কাছে,
সেখানে উল্লাসে দেখি মেটায় জলের তৃষ্ণা
আর কাদা ঘেঁটে পায় বুঝি অপার আনন্দ।
বনের সুস্বাদু ফল, ফুলের সুমিস্ট রেণু তার খাদ্য নয়
সে খোজে আহার তার কাদাজল, পচা নর্দমায়।
কাদাখোঁচা ব্যঙ্গ করে স্বচ্ছ নদী, উচ্ছল ঝর্নাকে
অবিরাম কাদা ঘেঁটে বাড়ে তার স্বাস্থ্য- পরমায়ু,
সে রাখে আড়াল করে শুভ্র মেঘ জলাশয়-দিঘি
নোংরা কাদাজল ঘেঁটে কাদাখোঁচা পায় স্বর্গসুখ।

২৪.৫.৯৩