কেন মন খারাপ হয়

কেন মন খারাপ হয়, তাহ’লে কেন মেঘ করে
ফুলদানিতে শুকিয়ে যায় ফুল,
কেন আকাশ কাঁদে মুখ লুকিয়ে একা
নিথর বাড়ি ফেলে চোখের জল?
মানুষ আমি – পাথর হলেও মাঝে মাঝে দুঃখ পেতাম
তাই দুঃখ পাই, মন খারাপ হয়,
বলতে পারো কিসের এতো দুঃখটুঃখ
কিসের এতো মন খারাপ-
তাতে কিছু আমার করার নেই, করার নেই
যাই বলো, যা কিছুই না বলো, আমার দুঃখ হয়
মন খারাপ হয়,
সবার হয়, সব মানুষের হয়।
ক্যামেরা ভর্তি ফিল্ম নিয়ে ছবি তোলোর পর যদি দেখো
একেবারে শাদা, একটিও ছবি ওঠেনি তাতে
কিংবা ডাকবাক্সে ফেলা সবগুলো চিঠি যদি
ভুল ঠিকানায় চ’লে যায়,
সারারাত টেলিফোনে কথা ব’লে
তারপর যদি শুনতে পাও রং নাম্বার, তাহ’লে?
তাহ’লেও মন খারাপ হবে না মানুষের-
পাথরেরও হয়, মানুষের হবে না?

৭.৫.১৯৯২