কোন দিকে যেতে পারি

সব আলো অস্ত গেছে, সব জ্যোৎস্না হয়েছে উধাও
কেবল দুচোখে দেখি তমসার নদী,
এখানে সমস্ত পথ ঢাকা কালো বরফের নিচে
কোন দিকে যেতে পারে, কোন দিকে ভোরের আকাশ;

কোনোখানে ছায়া নেই, পাথরের মতো অন্ধকার মানুষ
দেখি না, দেখি কেবল মুখোশ হেঁটে যায়,
তবে কি নেমেছে সেই অনন্ত গোধূলি, অনন্ত তমসা?

কোন দিকে যেতে পারি, কোন দিকে
জ্বলে সন্ধ্যাদীপ
কোন দিকে তৃণভূমি, সবুজ পল্লব,
তবু এই আঁধারেও এখনো পাখির করে গান?
ঢেকেছে সমস্ত পথ মনে হয় তবু কোনো পথ আছে বাকি।

সব মুখ ঢেকেছে মুখোশে, অস্ত গেছে
সব মেঘ নদী
আকাশে কেবল দেখি খণ্ড খণ্ড অন্ধকার চাঁদ,
নেমে আসে হিমরাত, হিমবর্ষা, এই হিমঋতু
তবু এখনো কোথাও ফোটে হৃদয়ের ফুল;

কোন দিকে যেতে পারি, কোন দিকে
পৃথিবীর গান
ধু ধু মরুভূমিতেও ছায়া দেয় সজল আকাশ;
কোন দিকে অন্ধকার ভেদ করে জ্যোতির্ময় আলো
কোন দিকে যেতে পারি, কোন দিকে
তবুও কবিতা!