কথা দিচ্ছি

কথা দিচ্ছি আমি কারো বাড়া ভাত কখনো কাড়বো না,
ছিড়বো না কারো একটি মালার ফুল, হবো না
পথের কারো কাঁটা;
কারো সুখে ভাগ বসাবো না কোনোদিন
দাঁড়াবো না কারো পথের মাঝখানে
কথা দিচ্ছি আমি কোনোদিন কারো ভাতের থালায়
হবো না কাঁকর হবো না চোখের বিষ, করবো না কাউকে
উৎপাত কোনো;
কথা দিচ্ছি আমি কোনোদিন কারো সুখে
বাদ সাধবো না
কোনোদিন খুলবো না কারো বন্ধ দরোজা, অসময়ে
করবো না কড়াঘাত
কথা দিচ্ছি কোনোদিন করবো না কারো ঘুমের
ব্যাঘাত
কারো গোলাপ কাড়বো না আমি, লুট করবো না
কারো কোকিলের গান
পোষা ময়নার খাঁচায় কারো বাড়াবো না হাত
খুলবো না ড্রয়ার কারো
কারো অভিসারে হবো না কখনো বাধা,
কারো নেভাবো না ঘরের ঝাড়বাতি
কথা দিচ্ছি আমি কোনোদিন কাড়বো না কারো
একটুও সুখের কণা
কোনোদিন কারো কোনো কিছুতেই ভাগ বসাবো
না আমি
কারো উজ্জ্বল জোস্নারাত, রম্য আলোকসজ্জা
কখনো ভণ্ডুল করবো না
থামাবো না কারো মগ্ন বাঁশি,
মধুর যুগলনৃত্য
কথা দিচ্ছি আমি কোনোদিন কারো পথে দাঁড়াবো না,
কারো পথে দাঁড়াবো না।

১০.২.৯৭