মাটির মাধুর্য

এই মাটির মাধুর্য আমাকে যে পূর্ণ করে দিলো,
মোছালো মলিন মুখ
আহত আত্মায় তাই পরাভব মানি না কখনো;

জেগে উঠি সবুজ ঘাসের ঘ্রাণে
এই উদ্ভিদ, উদ্যান আমাকে উদ্বুদ্ধ করে,
শিশিরের নৃত্যকলা দেখে শিহরিত হই মুগ্ধ বালক।

এই অন্নজল মেটালো ক্ষুধা ও তৃষ্ণা
সবজির সুগন্ধ দেহেমনে জাগালো উদ্যম,
সমস্ত কষ্টের ক্লেশ মুছিয়ে নিলো সজল বর্ষণ
মাটির মাধুর্য দিল নতুন জীবন।