মাটির সম্ভার

আমার হাতে জোনাকিগুলি সব তারার মতো ফুটে আছে
মেলে ধরো দেখবে সন্ধ্যার আকাশ,
বুকে দ্যাখো কণকচাপার গন্ধ, চোখে বর্ষার মেঘ
এইসব নিয়ে আমি আটলান্টিক পার হয়ে এসেছি;

দীর্ঘ জলপথে আমার সাথে এসেছে একঝাক ইলিশ
গাঙশালিকের পাখার শব্দ, জলফড়িংয়ের নৃত্য,
দুপুরবেলার উদাস ঘুঘু পাখির ডাক,
এই চিত্রশালা বুকে নিয়ে আমি এতো দূরে
চলে এসেছি;

আমার বুকের মধ্যে দ্যাখো বাউল গানের মূৰ্ছনা
ভোরের টুপটাপ শিশির-পড়া,
আমি সাথে নিয়ে এসেছি জ্যোৎস্না আর ঝাউবন;

আমি যখন আসি তখন পিছু ডাকতে থাকে দুটি টুনটুনপাখি
জাঙাল বেঁধে পিপঁড়েগুলি সব পিছে পিছে ছুটতে থাকে,
আমার দুইচোখ হয়ে ওঠে ভাদ্রমাসের ভেজা বন
আমি আটলান্টিক পার হয়ে এসেছি বুকে নিয়ে
এই মাটির সম্ভার।